সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মি সভায় বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য ,জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, ধানের শীষের মনোনিত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, এই ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, এই মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। এই মার্কাতে ভোট দিলে মানুষ শান্তিতে থাকে। এই মার্কাতে ভোট দিলে দেশ উন্নত হয়। এই মার্কাতে ভোট দিলে স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হয়। আগামী নির্বাচনে এই মার্কার বিজয় হলে চরাঞ্চল মানুষের উন্নয়নে বোহাইল থেকে চালুয়াবাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ব্রিজ করা হবে। চরের শিক্ষারমান উন্নয়নে কলেজ স্থাপন, কৃষকের উন্নয়নে একটি হিমাগার স্থাপন , মাদক সন্ত্রাস প্রতিরোধে একটি পুলিশ ফাঁড়ি, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ২০ বেডের হাসপাতাল স্থাপন করা হবে। শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা হাইস্কুল মাঠে নির্বাচনী প্রচারণা ও কর্মি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রচারণা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। কর্নিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাসেদ ইকবালের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক এম আর রুবেল প্রমুখ।
চরাঞ্চল মানুষের উন্নয়নে কলেজ, পুলিশ ফাঁড়ি, হাসপাতাল ও হিমাগার স্থাপন করা হবে-কাজি রফিকুল ইসলাম
No comments:
Post a Comment