নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার অপহৃত কিশোরীকে আদমদীঘি থেকে উদ্ধার করেছে র্যাব। মামলার প্রধান আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার সিয়াম হাসান (২০) সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি গুলপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
শনিবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় অভিযান চালানো হয়। অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণ মামলার পলাতক প্রধান আসামি সিয়ামকে গ্রেপ্তার করে র্যাব। তাদেরকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, এসএসসি পাশ করা কিশোরী (১৬) কলেজে ভর্তির ফরম তোলার জন্য বাড়ি থেকে বের হয়। গত ২৮ আগস্ট ফুলবাড়ি বাজারের সুখদহ ব্রীজ এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত সিয়াম। বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়।
No comments:
Post a Comment