ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Tuesday, 7 October 2025

সোনাতলায় (অব:) কর্নেল জগলুল আহসানের অর্থায়নে জিপি ফুটবল প্রিমিয়ার লিগ সৃজন-৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনাতলায় (অব:) কর্নেল জগলুল আহসানের অর্থায়নে জিপি ফুটবল প্রিমিয়ার লিগ সৃজন-৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাফরুল সাদিক ঃ বগুড়ার সোনাতলায় জিপি ফুটবল প্রিমিয়ার লিগ সৃজন-৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত রাববার বিকেলে শেখাহাতী হাফেজিয়া মাদ্রাসা মাঠে এসইউপি, পিএসসি, জি বিএনপি নেতা ও কর্মী কর্নেল (অব:) মো: জগলুল আহসানের সার্বিক অর্থায়নে জিপি ফুটবল প্রিমিয়ার লিগ সৃজন-৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সারিয়াকান্দি উপজেলা সাবেক চেয়ারম্যান মাছুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপি নেতা ও কর্মী কর্নেল (অব:) মো: জগলুল আহসান এসইউপি, পিএসসি, জি।সে সময় উপস্থিত ছিলেন,জোড়গাছা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি ডাঃ নাহারুল আলম, সহ-সভাপতি ছারোয়ার আলম,ছায়েদজ্জামান,বিশিষ্ঠ ব্যবসায়ী ফেরদৌস আলম,বাণিজ্যিক নৌ-কর্মকর্তা সারোয়ার এ আলমসহ আরো অনেকে। খেলায় বিন্জু ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত কওে সাদিক ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages