নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল কাদের ফকির (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানা পুলিশের অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল কাদের ফকির উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিণা মণ্ডলপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম জানান, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা মামলার প্রধান আসামি আব্দুল কাদের ফকিরকে গ্রেফতার করে রবিবার সকালে আদালতে পাঠিয়েছি।
No comments:
Post a Comment