সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। বৃহস্পতিবার দুপুর পাঁচ দিনব্যাপী এই উৎসবে বিজয়া দশমীর দিনে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে করেন আনন্দ-উৎসব। নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে মা দূর্গার সপরিবারে আগামী বছর আবার আসবেন এই বিশ্বাসে অশ্রুসিক্ত নয়নে দুর্গা মাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।
এবার সারিয়াকান্দি উপজেলায় ২৩ টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমাগুলো কালিতলা ঘাট যমুনা নদী ছাড়াও বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এতে সহায়তা করে উপজেলা প্রশাসন , সেনাবাহিনী, থানা পুলিশ, ফায়ার সার্ভিস সহ আনসার বাহিনী । ফলে বিভিন্ন সাবধানতা অবলম্বন এবং সবার সহযোগিতায় কোনো ধরনের গোলযোগ ও বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জন। এবার দেবী দুর্গা গজে মর্ত্যে আগমন করেছেন , দোলায় গমন করলেন।
No comments:
Post a Comment