সারিয়াকান্দিতে ইলিশ ধরা নিষেধাজ্ঞার সময় ১৬৩৫ ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ
সুমন কুমার সাহা ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ইলিশ আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচির আওতাম নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ইলিশ ধরা নিষেধাজ্ঞা সময় উপজেলায় ক্ষতিগ্রস্ত ১৬৩৫ জেলেদের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা মৎস্য অফিসার কালিপদ রায়, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন প্রমুখ।
এসময় বগুড়া জেলা মৎস্য অফিসার কালিপদ রায় বলেন, আপনারা দয়া করে এসময় ইলিশ ধরবেন না। এসময় ইলিশ ধরলে জাতির অপূরণীয় ক্ষতির হয়। কমপক্ষে ২২ দিন ইলিশ ধরবেন না।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পুর্ন নিষিদ্ধ।
No comments:
Post a Comment