নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন হোটেল ও রেস্টুরেন্টকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার সকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমানের তত্ত্বাবধানে পৌর বাজারে বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্য পরিবেশন , মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিধিনিষেধ না মানাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় সবুজ সাথী ক্যাফকে ২ হাজার, রোকশানা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার, গোল্ডেন ফুড এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এই অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল। উক্ত অভিযানে বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি সিরাজুল ইসলাম ফুল, থানা পুলিশের একটি টিম সহায়তা করে। সেই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় সারিয়াকান্দিতে ৩টি হোটেল ও রেস্তোরাঁকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
সারিয়াকান্দিতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
No comments:
Post a Comment