সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি ঃ পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জোহর নামাজের পর জামিয়া ছিদ্দিকিয়া মাদ্রাসায় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, জহুরুল ইসলাম নেদো, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, সারিয়াকান্দি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনজুর মোরশেদ প্রমুখ।
উল্লেখ্য, রাজধানীর বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আরথ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
No comments:
Post a Comment