সুমন কুমার সাহা ঃ "আমি কন্যাশিশু, সমাজগড়ি, সাহস গড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আলিম, উপজেলা জামায়াতের আমীর মাও: ইকবাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ মোঃ আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। আকলিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর সবুর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সহ - সাধারণ সম্পাদক মো.হারুনুর রশিদ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যাশিশুরাসহ তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সারিয়াকান্দিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
No comments:
Post a Comment