সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে সারিয়াকান্দি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জন মাদক ব্যবসায়ী পৌরসভার কুঠিবাড়ী এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে মোঃ লিটন প্রামানিক (৪৫), নিজবাটিয়া গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ রনি মিয়া (২৩), মোঃ সিরাজ সরদারের ছেলে মোঃ সোহাগ সরদার (২৫) ,ধাপ গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মোঃ রাব্বি প্রাং (২৫) কে গ্রেফতার করে তাহাদের বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) সারিয়াকান্দি থানায় মামলা রুজু করা হয়। এছাড়াও
ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী বগুড়া জেলার শাজাহানপুর থানার জোড়া দেওয়ানপাড়া গ্রামের মোঃ আনছার আলীর ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়। এছাড়াও থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর নং-১১৮/২০২৪ (সারিয়া) ধারা-১৪৩/৩২৩/৪২৭/৩৪ পেনাল কোড-১৮৬০, তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরকদ্রব্য উপাদানাবলী আইনের ৩/৬ এর এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী ছাইহাটা গ্রামের মৃত ছামসুল হক মন্ডলের ছেলে মোঃ মিল্লাত হোসেন মিঠু হোসেন টিটু (৪৬) কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
এবিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতারকৃত ৬ জন আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে ।
No comments:
Post a Comment