সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দির নানার বাড়িতে বেড়ে ওঠা রোহিদ শেখ (১০) নামের একজন শিশু তার দাদার বাড়িতে বেড়াতে গিয়ে নিঁখোজ হয়েছে। রোহিদ শেখ নরাইল জেলার নরাইল সদর থানার শাহবাজ ইউনিয়নের শহিদপুর গ্রামের আজাদ শেখের ছেলে। অপরদিকে সে সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মিনহাজ খলিফার বাড়িতে লালন পালন হয়েছে। গত বুধবার দুপুরে সে তার দাদার বাড়ির একটি মাদ্রাসার সড়ক থেকে নিখোঁজ হয়েছে।
জানা গেছে, গত প্রায় ১৫ বছর আগে রোহিদের মা রেজিনার বিয়ে হয় নরাইল জেলার আজাদ শেখের সাথে। কিন্তু রহিদের বয়স যখন ৩ বছর ঠিক তখনই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। ফলে রোহিদকে নিয়ে গত ৭ বছর আগে সারিয়াকান্দি বাপের বাড়িতে চলে আসেন রেজিনা বেগম। সেখানেই সে বেড়ে উঠতে থাকে। রোহিদের বাবা আজাদ শেখ বিআরটিসি বাসের ড্রাইভার। এ সুবাদে গত ১৩ দিন আগে রোহিদকে বগুড়া সাতমাথা থেকে তার নিজ বাড়ি নরাইল নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে রোহিদকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেয়। কিন্তু গত বুধবার দুপুরে রোহিদ দুপুরের খাবার খাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। তখন থেকেই সে নিখোঁজ রয়েছে।
রোহিদের মামা আছালত জামান বলেন, গত কয়েকদিন ধরেই রোহিদের দাদার বাড়ির লোকজন রোহিদের সাথে মোবাইলে কথা বলতে শুরু করে। এরপর তারা তাকে একনজর দেখতে একেবারেই উতলা হয়ে যায়। পরে আমার মেয়ে এবং মা রোহিতকে বগুড়া বিআরটিসি বাস কাউন্টারে তার বাবার কাছে পৌঁছে দিয়ে আসে। গত বুধবার দুপুর থেকে শুনছি রোহিতকে পাওয়া যাচ্ছে না। শুনতেছি এ বিষয়ে নরাইল থানায় ডায়েরি করা হয়েছে। কিন্তু রোহিতের বাবার মোবাইল নম্বর সকাল থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে বলে আমরা পাশের বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করছি। আমরা দ্রুত রোহিতের সন্ধান চাই।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কথা বলতে রোহিতের পরিবারের লোকজন আমার কাছে এসেছিল। যেহেতু রোহিত নরাইল জেলা থেকে নিখোঁজ হয়েছে। তাই আমি তাদের ঘটনা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ প্রদান করেছি।
No comments:
Post a Comment