ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 24 August 2025

ভারত থেকে এলো ৮ টন কাঁচামরিচ

ভারত থেকে এলো ৮ টন কাঁচামরিচ

অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির। সোনামসজিদ স্থলবন্দর বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির কারণে আজকে কেজিতে ২০ টাকার মতো দাম কমেছে। সারা দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিয়ে ৮ দশমিক ৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের ব্যবসায়ী বুদ্দু ইসলাম বলেন, কয়েকদিন থেকেই কাঁচামরিচের দাম ঊর্ধগতি ছিল। গতকাল কাঁচামরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। কিন্তু আজকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মরিচ আমদানির কারণে বাজারে মরিচের দাম কমে গেছে। আজকে বাজারে মরিচ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজিতে। আমদানির পরিমাণ বাড়লে মরিচের দাম আরও কমতে পারে।
বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, সারা দিনে ১টি ট্রাকে ৮.৪ মেট্রিক টন কাঁচামরিচ ভারত থেকে বাংলাদেশে এসেছে।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এই স্থলবন্দরটি দিয়ে কাঁচামরিচ তেমন আসে না। তবে আজকে সারা দিনে অনান্য পণ্যের সাথে প্রায় ৮ দশমিক ৪ মেট্রিক কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages