ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 7 September 2025

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী আফিফের দায়িত্ব নিলেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিঃ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী আফিফের দায়িত্ব নিলেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিঃ

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ইসানুজ্জান আফিফের স্বপ্ন পূরণের দায়িত্ব নিলেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের। নিম্ন আয়ের শারীরিক প্রতিবন্ধী হতদরিদ্র মোখলেছুর রহমানের মেধাবী ছেলে ইসানুজ্জান আফিফ। আর্থিক সংকটের কারণে মেধাবী ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পথে। বিষয়টি বণিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরার নজরে এলে তাৎক্ষণিক মেধাবী শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেয়ার আশ্বাস দেন। রবিবার রাতে সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিঃ কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেন।
সেই সময় মোখলেছুর রহমান বলেন, "আমি আমার সন্তানের পড়াশোনা চালিয়ে নিতে পারছিলাম না। আজ অত্যন্ত আনন্দিত যে, সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি আমার মত একজন হতদরিদ্র প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এব্যাপারে সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল বলেন, সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়ন কুপতলা উত্তরপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী হতদরিদ্র মোখলেছার রহমানের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের সংসার। শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা ও ছোট্ট একটা পানের দোকান থেকে চলে তাদের সংসার। ছোট ছেলে ইসানুজ্জামান আফিফ এ বছর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেন। কিন্তু আর্থিক সংকটের কারণে কলেজে ভর্তি এবং বই খাতা কিনা অনিশ্চিত হয়ে পড়েছে । ‘আফিফের উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চিত’ নজরে আসে। তাই আফিফের কলেজে ভর্তি ও লেখাপড়ার সব দায়িত্বভার আমরা গ্রহণ করলাম ।
সমিতি সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম জানান, আফিফ যতদিন লেখাপড়া করতে চাই পড়াশোনার যাবতীয় খরচ আমরা দিবো। 
এ বিষয়ে সচেতন মহল বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages