সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সারিয়াকান্দি থানার মসজিদ মার্কেটে ফিতা কেটে সংগঠনের অস্হায়ী কার্যালয়ের যাত্রা শুরু করেন এবং সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সংগঠনের উদ্যোগে একজন অসহায় নারীকে টিউবওয়েল এবং অপর অসহায় নারীকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুর রহমান সবুজ, সহ সভাপতি মুফতি মাওলানা আব্দুল্লাহ, সাবেক প্রধান শিক্ষক বাবু অরুণাংশু কুমার সাহা, দিলীপ কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, দৈনিক করতোয়া সারিয়াকান্দি প্রতিনিধি সাহাদত জামান, আহসান হাবিব সবুজ প্রমুখ।
সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশনের অফিস উদ্বোধন - দুই জন অসহায় নারীকে সহায়তা প্রদান
No comments:
Post a Comment