ুমন কুমার সাহা ঃ"অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি" এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শেষ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান পোনা মাছ অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব হোসেন সরদার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাণীসম্পদ অফিসার ডাঃ মীর কাওসার, থানার অফিসার ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সোহাগ চৌধুরীসহ উপজেলা মাছ চাষী ও মৎস্যজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় উপজেলার তিনজন মৎস্য খামারিকে পুরস্কার প্রদান করা হয়।
No comments:
Post a Comment