ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Wednesday, 13 August 2025

বগুড়ার ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা, ৬৭ কোটি টাকা ঋণ খেলাপি

বগুড়ার ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা, ৬৭ কোটি টাকা ঋণ খেলাপি


নিউজ ডেস্কঃ প্রাইম ব্যাংক পিএলসি বগুড়া শাখায় খেলাপি ঋণের সুদাসলে মূল মামলার খরচাসহ ৬৬ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৫১৬ টাকা ৮৯ পয়সা আদায়ের জন্য বগুড়া শহরের রাজা বাজারে ব্যবসায়ী পরিমল কুমার প্রসাদ রাজ, তার দুই ভাই ও মাসহ চারজনের বিরুদ্ধে বগুড়ার অর্থঋণ আদালতে অর্থ ডিক্রি জারির মামলা হয়েছে।
এই মামলার অন্য আসামিরা হলেন-ওই দেনাদারের ভাই প্রদীপ কুমার প্রসাদ ও পরিতোষ প্রসাদ এবং তাদের মা দেওন্তী রানী প্রসাদ। তারা শহরের রাজা বাজারের বাসিন্দা। ইতিমধ্যে অর্থঋণ আদালতের জজ মো. আহসান হাবিব ওই দেনাদারগণকে ১৭ আগস্ট আদালতে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।
প্রাইম ব্যাংক পিএলসি বগুড়ার এক্সিকিউটিভ অফিসার প্রবীর কুমার সরকার, ঋণগ্রহীতা শিব শংকর প্রসাদের মৃত্যুর পর তার ওয়ারিশ এবং বন্ধকদাতা জামিনদার স্ত্রী দেওন্তী রানী প্রসাদ, তিন ছেলে প্রদীপ কুমার প্রসাদ, পরিতোষ প্রসাদ ও পরিমল প্রসাদকে দেনাদার করে ব্যাংকের পাওনা ৬৬ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৫১৬ টাকা ৮৯ পয়সা আদায়ের জন্য এই মামলা দায়ের করেন।
রাজা বাজারের ব্যবসায়ী শিব শংকর প্রসাদ জীবিতকালে তার মালিকানাধীন আর বি স্পেশালাইজড কোল্ড স্টোরেজের জন্য প্রাইম ব্যাংক থেকে ঋণ নেন। ঋণের পাওনা আদায়ের জন্য ব্যাংক বাদি হয়ে মামলা করে ঋণের টাকা আদায়ের জন্য ডিক্রি প্রাপ্ত হয়। দেনাদারেরা ব্যাংক ঋণের পাওনা ওই টাকা পরিশেধ না করায় ব্যাংক ডিক্রি জারির এই মামলা দায়ের করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages