ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 8 June 2025

গভীর রাতে দেশে ফিরেছেন আবদুল হামিদ

গভীর রাতে দেশে ফিরেছেন আবদুল হামিদ

আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। 

রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ নম্বর ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট থেকে নামানোর সময় তাকে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন পর্যন্ত আনা হয়। এসময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাত ১টা ৪৫ মিনিটে আবদুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছান। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (রাত ২টা ২৫ মিনিট) তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি; তিনি হুইলচেয়ারে বসে অপেক্ষা করছিলেন।

এর আগে, ৮ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংকক যান আবদুল হামিদ।



প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষনেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও উল্লেখ রয়েছে। এ মামলার পর তার বিদেশযাত্রা নিয়ে দেশে বিতর্কের সৃষ্টি হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages