ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 9 June 2025

চরাঞ্চলের উন্নয়নে হাসপাতাল, কলেজ ও হিমাগার গড়ার প্রতিশ্রুতি কাজী রফিকের

চরাঞ্চলের উন্নয়নে হাসপাতাল, কলেজ ও হিমাগার গড়ার প্রতিশ্রুতি কাজী রফিকের

নিউজ ডেস্ক ঃ ৩৬, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি মানে বাংলাদেশ বিএনপি মানেই আপামর জনতা । তাইতো তাদের লাল বাহিনী, ছাত্রলীগ বাহিনী, সবুজ বাহিনীসহ সকল বাহিনীদের সাথে যুদ্ধ করে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো হয়েছে । আজ তাই বলতে চাই আপনি যদি আমার নেতার সঙ্গে কোন মৌলিক বার্ধক্য দেখান, তাহলে আপনি অসম্মানিত হয়ে যাবেন । ছাগল দিয়ে হাল চাষ হয়না । তাই আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই একটি নির্বাচন ব্যবস্থা করবেন। তাহলে আপনাকে মানুষ স্মরণ রাখবে। মানুষ সম্মান করবে । তাহলে আপনি সম্মানের সাথে বিদায় নিতে পারবেন । তাছাড়া আপনাদের জন্য কঠিন একটি বাস্তবতা অপেক্ষা করতে পারে। 

এই বোহাইল ইউনিয়ন আমার নানার বাড়ি । এই জায়গায় আমার নারি পোতা । আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে ইহকাল এবং পরকাল। তাই এই চরাঞ্চলের সকল মৌলিক চাহিদাগুলো আমি সমাধান করতে পারব কারণ আমি জানি কোথায় কি সমস্যা ।
এখানে স্কুল আছে কিন্তু শিক্ষাব্যবস্থা যুগোপযোগী নাই । এখানে ছাত্র আছে ভালো শিক্ষক নাই । এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এখানে অবশ্যই একটি ৫০ বেডের হাসপাতাল প্রতিষ্ঠা দাবি রাখে-করতে হবে। চরাঞ্চলের জন্য একটি হিমাগার করার দরকার। নদী ভাঙ্গন রোধ করতে পেরেছি। এপারের নদী ভাঙ্গন রোধে বোহাইল থেকে চালু বাড়ি পর্যন্ত একটি বাঁধ নির্মাণ হবে এই বাঁধটি হবে পাকা রাস্তা । এই ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন । তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেন। আমাদের বিএনপির কথার মত ঐক্যবদ্ধ থাকেন। বিএনপি সরকার গঠন করার পর চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সবচেয়ে বেশি কাজ করবে। রবিবার বিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের লক্ষীকোলা বাজারে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 বোহাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এবং বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক এম আর রুবেল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু , বগুড়া জেলা ছাত্রদলের সদস্য সচিব হৃদয় হাসান, বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলম বাদশা, যুবনেতা আতিকুর রহমান ঠান্ডু , সাধারণ যুগ্ম আহ্বায়ক রেজাউল, সাবেক বিএনপি নেতা মজিদ মন্ডল। এতে উপস্থিত ছিলেন, পৌর যুবদল নেতা মোঃ জাকিউল ইসলাম বাঁধন, নারচি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাকিম প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages