নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে পুকুরে ডুবে আদুরী আকতার (৯) নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সাড়ে ১১টার দিকে ছাগলধরা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে । সে অনুশীলন প্রি - ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। জানান , ঈদ উদযাপনের জন্য আদুরী আগের দিন তার দাদা আব্দুর রহমানের ছাগলধরা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। ( ঈদের দিন) শনিবার সকালে আদুরীসহ কয়েকজন সঙ্গীদের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে আদুরী তার সঙ্গীদের সামনেই পুকুরে ডুবে যায়। সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হলে বাড়িতে খবর দেয়। পরে আদুরীকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
No comments:
Post a Comment