আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশের ন্যায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়াতেও শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ ও পথসভা।
বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক জাতীয় সাংসদ কাজী রফিকুল ইসলাম।
শনিবার সকালে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দবলাইল, নিজবরুরবাড়ি, নিজ বলাইল এবং বলাইল বাজার এলাকায় পৃথক পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পথসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহ্বায়ক রুবেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment