ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 29 June 2025

ঢাবির মেধাবী সৌমিকের নিথর দেহ মাঝিড়া ক্যান্টনমেন্টের লেকে থেকে উদ্ধার

ঢাবির মেধাবী সৌমিকের নিথর দেহ মাঝিড়া ক্যান্টনমেন্টের লেকে থেকে উদ্ধার

তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে ভেসে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তবে পরিবারসহ থাকতেন শহরের জলেশ্বরীতলা এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই প্রতিশ্রুতিশীল তরুণ

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, “মরদেহটি ঢাবির সাবেক শিক্ষার্থী সৌমিকের — বিষয়টি তাঁর পরিবার নিশ্চিত করেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

গত বৃহস্পতিবার সন্ধ্যায় হেঁটে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সৌমিক। তারপর থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন শুক্রবার সকালে তাঁর বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২১৫২) করেন।

এরপর থেকে পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা দিনরাত খুঁজে বেড়িয়েছেন তাঁকে। শেষ পর্যন্ত রবিবার সকালে সেই খোঁজ মিলল একটি লাশ হয়ে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সৌমিকের পরিবারে, বন্ধু-বান্ধবদের মাঝে ও গোটা এলাকায়। অকালপ্রয়াণে হারিয়ে গেল একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages