ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Saturday, 28 June 2025

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি এস্কেভেটর ও ২টি ড্রেজার জব্দ

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি এস্কেভেটর ও ২টি ড্রেজার জব্দ


বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ও এস্কেভেটর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা বাঙালি নদী সেতুর উত্তর পূর্ব পাশে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথবাহিনির সহযোগিতা বগুড়া জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানের ২টি বাঙালা ড্রেজার, ১টি এস্কেভেটর, কিছু প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। অবৈধভাবে বালু উত্তোলন কারণে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অভিযোগ দায়ের করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, 
বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান, গাবতলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ শামিম ইকবাল, ভেলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম (শিপন)
 প্রমুখ।
এ ব্যাপারে বগুড়া জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমা বলেন, বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কারও বিরুদ্ধে কোনও জরিমানা বা আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা সম্ভব হয়নি। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages