নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে হাসান (২৫) নামে একজন যুবক অশ্লীল ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তার নিকট থেকে টাকা দাবি করে ব্লাকমেইল। অভিযোগের পরিপ্রেক্ষিতে সে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। এ সময় তার বন্ধু সজিব মিয়া (২৪) কেও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
জানা যায়, গত কয়েকদিন আগে সদর ইউনিয়নের পারতিত পরল উত্তর পাড়া গ্রামের মাসুদ পারভেজের ছেলে হাসান তার চাচীর অশ্লীল ভিডিও চিত্র তার মোবাইল ফোনে ধারণ করে। তার চাচীর গোসলের সময় মাহমুদুল বাড়ির ছাদ থেকে তার নিজের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার চাচীর ভিডিওধারন করে। পরে মাহমুদুল তার চাচার সাথে ইমোর সাহায্য এ ভিডিও চিত্র নিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। মাহমুদুলের চাচা ঢাকায় একটি কারখানায় চাকুরী করেন। পরে বিষয়টি নিয়ে সারিয়াকান্দি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প থেকে মাহমুদুলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদুলসহ তার বন্ধু একই ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সজিব মিয়াকেও (২৪) গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে গাজা এবং হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, বার্মিজ চাকুসহ ২ টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে ধারণ এবং মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম ও ধারালো অস্ত্র রাখার দায়ে তাদের বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়েছে। তাদের শুক্রবার বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment