সারিয়াকান্দি সংবাদে প্রকাশের পর ইউএনও'র সহায়তায় পূরণ হলো ছবি বেগমের নতুন ঘরের স্বপ্ন।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ছবি বেগমকে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করেন ইউএনও শাহরিয়ার রহমান।
ছবি বেগম সারিয়াকান্দি উপজেলাধীন হিন্দুকান্দি এলাকার লালমিয়ার স্ত্রী। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্বামী আর স্বামী পরিত্যক্তা মেয়েকে নিয়ে চলছে ছবি বেগমের সংসার। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, বর্ষা মৌসুমে বৃষ্টি তখন ছবি বেগমের জরাজীর্ণ ঘরের চালা বেয়ে পানি ঝড়াচ্ছে। ঘর মেরামত করার মতো সামর্থ্য না থাকায় জরাজীর্ণ ঘরেই বৃষ্টি উপেক্ষা করে বাস করছিল ছবি বেগমের পরিবার। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান এর নজরে আসে। তিনি তাৎক্ষণিক ওই গণমাধ্যমকর্মীর মাধ্যমে ছবি বেগমকে সরকারি সহায়তা প্রদানের জন্য জানালে ছবি বেগম দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি সুবিধা ঢেউটিন ও নগদ অর্থ গ্রহণ করেন।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে ছবি বেগমের স্বামী লাল মিয়া জানান, আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়ে পড়তাম। ঝড়বৃষ্টির সময় সন্তানদের নিয়ে বৃষ্টিতে ভিজে রাত কাটিয়েছি। ইউএনও আমাদের টিন আর টাকা দিয়ে উপকার করেছেন। আমরা নতুন ঘর করতে পারবো। আমাদের আর বৃষ্টিতে ভিজতে হবে না।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, উপজেলা প্রশাসন সর্বদা দুঃস্থ ও অসহায়দের মাঝে সরকারি সেবা প্রদান করে আসছে। এর ধারাবাহিকতা বজায় রেখে সারিয়াকান্দির প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষকে সরকারি সেবার আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে থাকবে।
No comments:
Post a Comment