মোঃ মনিরুজ্জামান জাহিদ, সারিয়াকান্দি সংবাদদাতাঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাগবেড় গ্রামে পারিবারিক জেরে সোমবার সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন—মামুন, শাহজাহান, মেহেদী, মোখছেদ ও মমিন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মামুন ও মমিনের সঙ্গে মোখছেদ ও শাহজাহানদের পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই পুরনো দ্বন্দ্বের জের ধরেই সোমবার সন্ধ্যা ৭টার দিকে কথা-কাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ, যা দ্রুত রূপ নেয়।
সংঘর্ষে পাঁচজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে বাড়ি পাঠানো হলেও গুরুতর আহত মেহেদী ও শাহজাহানকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
No comments:
Post a Comment