নিউজ ডেক্সঃ বগুড়ার সারিয়াকান্দি দেবডাঙ্গা মথুরা পাড়া যমুনা নদীতে মাছ ধরতে আসা আপন দুই ভাইয়ের বর্জ্যপাতে মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘায় বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫), সবুজ হালদার (৩২)। জানা যায়, যমুনা তারা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছ বাজার আড়তে মাছ বিক্রয় করেণ। রবিবার দুপুর ৩:১৫ মিনিটে হঠাৎ ঝড় বৃষ্টি দেখে মাছ বাজার আড়ৎ এর নিচে যমুনা নদীর ঘাটে ভাল ভাবে নৌকা বাধার জন্য নৌকায় যায়। দুই ভাই কাঁচা বাঁশের লগি পুতার সময় নৌকার উপর দাড়ানো অবস্থা বজ্রপাতে নৌকার পার্শ্বে পানিতে পড়ে যায়। আড়ৎ এর লোকজন তাদেরকে পড়ে যেতে দেখে দৌড়ে নৌকার কাছে গিয়ে তাদেরকে নৌকার পাশে মৃত অবস্থায় দেখতে পায়। অতপর মৃত দেহ মাছ বাজারের আড়ৎ এ নিয়ে আসে।
সারিয়াকান্দিতে বর্জ্যপাতে দুই ভাইয়ের মৃত্যু
No comments:
Post a Comment