ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Saturday, 26 April 2025

সারিয়াকান্দিতে হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু

সারিয়াকান্দিতে হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে হিট স্ট্রোকে এক শ্রমিক ও এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের হরিণা উত্তরপাড়া গ্রামের লাল মিয়া মুন্সির ছেলে শনিবার সকাল সাড়ে দশটার দিকে মোঃ করিম মুন্সি (৪০) একটি চাতালে ট্রাকে মরিচ লোড-অনলোডের শ্রমিকের কাজ করছিলেন। এসময় হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
অপর দিকে একই ইউনিয়নের গাবতলাপাড়া গ্রামের মৃত্যু আবেদন আলি মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৬৫) বাড়ির পাশে গতকাল (শুক্রবার) দুপুরে ভুট্টার জমিতে ভুট্টা তোলার কাজ করছিলেন। এসময় প্রচন্ড তাপে ও গরমে একপর্যায়ে জমিতে লুটিয়ে পড়েন। তাকে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর চারটায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান,অতিরিক্ত তাপদাহে স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে। 

 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages