ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 18 September 2023

সারিয়াকান্দিতে মুজিবুর শতবর্ষের ঘরের ওয়্যারিং মজুরী চাওয়ায় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স বাতিলের হুমকির অভিযোগ

সারিয়াকান্দিতে মুজিবুর শতবর্ষের ঘরের ওয়্যারিং মজুরী চাওয়ায় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স বাতিলের হুমকির অভিযোগ


 বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল অফিসের ডিজিএম শফিউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে  ভিলেজ ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স বাতিলের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে ।  এব্যাপারে স্থানীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানরা গত রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন । অভিযোগ সুত্রে জানা যায়, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল অফিসের আওতায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ২৯৫টি ঘর স্থানীয়  ভিলেজ ইলেকট্রিশিয়ানরা ওয়্যারিং সম্পন্ন করেন ।  একটি ঘরের ওয়্যারিং মজুরী বাবদ ৫০০ টাকার পরিবর্তে  ইলেকট্রিশিয়ানদের ৩০০ টাকা প্রদান করেন ডিজিএম শফিউদ্দিন আহম্মেদ। অন্যান্য উপজেলায় একই কাজের জন্য ইলেকট্রিশিয়ানদের প্রতি ঘরের ওয়্যারিং মজুরী বাবদ  ৫০০  টাকা প্রদান করা হয়েছে । সে অনুযায়ী আরো ২০০ টাকা করে মজুরি চাইতে গেলে আর কোন টাকা দেয়া হবেনা বলে ডিজিএম শফিউদ্দিন আহম্মেদে চুপচাপ থাকতে বলেন । তা না হলে ইলেকট্রিশিয়ানদের লাইসেন্স বাতিল করবেন বলে ভয়ভীতি দেখান । ইলেকট্রিশিয়ানগন হতাশা ও আতঙ্কগ্রস্থ হয়ে পরেছেন । অভিযোগকারী স্থানীয় ভিলেজ ইলেকট্রিশিয়ান, মাহফুজ, আলমগীর, সোহেল, রহমান, রতন, ফজর আলী, কামালসহ অন্যান্য ইলেকট্রিশিয়ানরা ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। এবিষয়ে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সারিয়াকান্দি জোনাল অফিসের ডিজিএম শফিউদ্দিন আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ৩০০ টাকা অনুমোদন করা আছে ৩০০ টাকা প্রদান করেছি। অন্য উপজেলায় কত বরাদ্দ আছে তা আমার জানা নেই । লাইসেন্স বাতিলের হুমকি দেয়ার কথা আমি বলিনি ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages