ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 18 September 2023

খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪৪০ কেজি সরকারী চাল জব্দ করেছে সারিয়াকান্দি থানা পুলিশ

খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪৪০ কেজি সরকারী চাল জব্দ করেছে সারিয়াকান্দি থানা পুলিশ 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৯৩ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৩ বস্তা সর্বমোট ৩৪৪০ কেজি সরকারী চাল আাটক করেছে এলাকাবাসী । গত রবিবার রাতে কাজলা ইউনিয়নের বেড়াপাঁচবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে উক্ত চাল এলাকাবাসী আটক করে পুলিশকে সংবাদ দেয় । সংবাদ পেয়ে সারিয়াকান্দিত থানা পুলিশ ওই রাতেই চালগুলি জব্দ করে থানায় নিয়ে আসে । এব্যাপারে সারিয়াকান্দি থানার এসআই হোসেন আলী বাদী হয়ে ২জনেসহ অজ্ঞাতনামা আরোও ৭/৮ জনকে আসামী করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন । এবিষয়ে মামলার আইও এসআই নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে । সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, শুধু চাল জব্দ করা হয়েছে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চালগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ছাড়াও তদন্ত সাপেক্ষে এই চাল ক্রয়ের সাথে জারিত দের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। উল্যেখ গত ১৭/৯/২০২৩ তারিখে সুবিধাভোগী সমুহের ক্রয় নিষিদ্ধ এসব চাল একটি চক্র অতি মুনাফার লোভে ক্রয় করে। পরে বস্তা পরিবর্তন করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের তোপের মুখে ঐ সব চাল ক্রেতারা চাল রেখে পালিয়ে যায়। 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages