সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৯৩ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৩ বস্তা সর্বমোট ৩৪৪০ কেজি সরকারী চাল আাটক করেছে এলাকাবাসী । গত রবিবার রাতে কাজলা ইউনিয়নের বেড়াপাঁচবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে উক্ত চাল এলাকাবাসী আটক করে পুলিশকে সংবাদ দেয় । সংবাদ পেয়ে সারিয়াকান্দিত থানা পুলিশ ওই রাতেই চালগুলি জব্দ করে থানায় নিয়ে আসে । এব্যাপারে সারিয়াকান্দি থানার এসআই হোসেন আলী বাদী হয়ে ২জনেসহ অজ্ঞাতনামা আরোও ৭/৮ জনকে আসামী করে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন । এবিষয়ে মামলার আইও এসআই নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে । সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, শুধু চাল জব্দ করা হয়েছে, কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চালগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ছাড়াও তদন্ত সাপেক্ষে এই চাল ক্রয়ের সাথে জারিত দের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। উল্যেখ গত ১৭/৯/২০২৩ তারিখে সুবিধাভোগী সমুহের ক্রয় নিষিদ্ধ এসব চাল একটি চক্র অতি মুনাফার লোভে ক্রয় করে। পরে বস্তা পরিবর্তন করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের তোপের মুখে ঐ সব চাল ক্রেতারা চাল রেখে পালিয়ে যায়।
খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪৪০ কেজি সরকারী চাল জব্দ করেছে সারিয়াকান্দি থানা পুলিশ
No comments:
Post a Comment