মনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ “স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান”স্লোগানে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস-২০২৫ উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে রক্তদানের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ নভেম্বর ২০২৫) বেলা ২টায় সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠ থেকে “সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন”-এর উদ্যোগে র্যালিটি বের হয়ে উপজেলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিপুর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে বিকেল ২টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের পক্ষে এসআই (নি.) শ্রী সমর চন্দ্র আচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন দীপন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ নাজমুল আহসান ডিটল।
No comments:
Post a Comment