নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ সেনাবাহিনীর চলমান যৌথবাহিনীর অভিযানে গাঁজা, হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত এবং ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে সোনাতলা উপজেলায় যৌথবাহিনীর চলমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হিরোইন ব্যবসায়ী সোনাতলা উপজেলার হাঁট করমজার পশ্চিম করমচা গ্রামের গৌর চন্দ্রের ছেলে নিরঞ্জন ( নিরো ) (৭০) এর কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও গাঁজা ব্যবসায়ী গনশারপাড়ার তবিবর রহমানের ছেলে মো: বিপুল (৪৮) এর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫'শত টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার।
No comments:
Post a Comment