নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ সেনাবাহিনী চলমান যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত এবং ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে বগুড়ার গাবতলী নিজ কাঁকড়া বিলে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ১ টি ড্রেজার মেশিন আগুনে পুরে ধ্বংস করা হয়। এসময় সংশ্লিষ্ট কাজে জড়িত ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন গাবতলী উপজেলার বুরুচ এলাকার রতন , রানা, রুবেল।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
No comments:
Post a Comment