ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 1 June 2025

সারিয়াকান্দিতে গ্যাস ট্যাবলেট খেয়ে চয়নের আত্মহত্যা

সারিয়াকান্দিতে গ্যাস ট্যাবলেট খেয়ে চয়নের আত্মহত্যা

নিউজ ডেস্ক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে রাই ট্রেডার্স এর সত্বধাকারী উৎপল কুমার সাহা (চয়ন) (৩৫) ঋণের দায়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। তিনি পৌর বাজার এলাকার ৫ নং ওয়ার্ডের শ্রী চঞ্চল কুমারের বড় ছেলে। জানা যায়, ব্যবসা বাণিজ্যে দেনা গ্রস্ত হয়ে শুক্রবার রাতে কালিতলা গ্রোয়েন বাঁধে উৎপল কুমার চয়ন দুইটি গ্যাস ট্যাবলেট সেবন করে । তার শারীরিক অবনতি হলে নিজে তার বাবাকে ফোন দিয়ে গ্যাস ট্যাবলেট সেবনের কথা বলেন। তিনি আরোও বলেন আমি হাসপাতালেরদিকে যাচ্ছি তুমরা তারাতাড়ি আসো। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আইসিইউতে ভর্তি করান। শনিবার রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে বাবা, মা, এক ভাই, স্ত্রী, এক কন্যা সন্তান রেখে গেছেন।

এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।


তাঁর অকাল মৃত্যুতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি সিরাজুল ইসলাম ফুল এবং সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বণিক সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages