ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Thursday, 22 May 2025

বগুড়ায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

বগুড়ায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক ঃ সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে আজ ২২ মে ২০২৫ তারিখে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় বগুড়া জেলার সারিয়াকান্দির উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মাঠে একটি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ১০১০ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, চর্মরোগ, প্রসূতিরোগ এবং চক্ষু বিশেষজ্ঞগন এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

চক্ষু রোগী সেবার অংশ হিসেবে ১৭জনকে চোখের ছানি অপারেশনের জন্য রেজিস্টার্ড করা হয়, যাদেরকে পরবর্তীতে সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতালে) বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে।

সম্মানিত সেনাবাহিনী প্রধান জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন এবং অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages