জাফরুল সাদিক ঃ বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন অনিয়ম,দুর্নীতি ও অর্থনৈতিক শুমারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোকজনকে স্থান দেয়ার অভিযোগে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন,সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । গতকাল শুক্রবার সকালে আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভায় উপজেলা জামায়াতে ইসলামীর সহ- সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এ সময় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গোলাপি বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান,সারিয়াকান্দি সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান পাভেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।বক্তব্যে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি, অপকর্ম তুলে ধরে বলেন, আমাদের ইউএনও টাকার বিনিময়ে যমুনা ও বাঙ্গালী নদীতে অবৈধ ভাবে বালু তোলার অনুমতি দিয়ে থাকেন। চর থেকে শুরু করে বিভিন্ন গ্রামের মাদকের রমরমা ব্যবসা তার অনুমতিতেই হয়ে থাকে। অর্থনৈতিক শুমারিতে তথ্য সংগ্রহকারি হিসাবে নিয়োগ দেওয়ার জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগের কর্মি সমর্থকদের নিয়ে তালিকাভুক্ত করে প্রশিক্ষণে নাম দেয়া হয়েছে।টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির অবৈধভাবে কাজ করে দেন। বক্তারা আরো বলেন,আওয়ামীলীগ পন্থী ব্যক্তিরা ছাড়া সাধারণ মানুষ ইউএনওর কাছে কোন প্রকার সেবা পান না। এই ইউএনও সারিয়াকান্দিকে একটি আওয়ামীলীগের ঘাটি হিসাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। তাই অবিলম্বে আমরা ইউএনও শাহরিয়ার রহমানের পদত্যাগের জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন,আমাকে তারা অপসারণ করবে সমস্যা কি। ঠিক আছে তারা অভিযোগ দিবে আমার বিরুদ্ধে উর্ধ্বতন-কর্তৃপক্ষের কাছে। নিয়ম অনুযায়ী আমার বিরুদ্ধে উর্ধ্বতন-কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবেন।
No comments:
Post a Comment