ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Thursday, 5 December 2024

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

সুমন কুমার সাহা ঃ "নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
 উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার বক্তব্য বলেন, নারীরা বিভিন্ন ধরনের নির্যাতনের সম্মুখীন হচ্ছে। বাল্যবিবাহ থেকে শুরু করে, নারী পাচার, নারী ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন এবং অনেক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীদের শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। সেই নির্যাতন যেন না হয় এবং বাংলাদেশ যাতে নির্যাতন মুক্ত হতে পারে। সেই উপলক্ষে আজ মানববন্ধনে দারিয়েছি। 
নারীরা যদি অর্থনৈতিক বা সামাজিক ভাবে স্বাবলম্বী হতে পারে তাহলে আমাদের বিশ্বাস এই নির্যাতন থেকে নারীরা মুক্তি পাবে।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, তথ্যকেন্দ্রে তথ্যসেবা কর্মকর্তা নাহিয়া সুলতানা, আইজিএ প্রশিক্ষক মৌসুমি আক্তার ও উপজেলার বিভিন্ন নারী সংগঠন ও সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages