সুমন কুমার সাহা, সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ জনকে ৭ দিনের কারাদণ্ড এবং অপর দিকে ১ জন কে ৫০ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়ন চর হরিণা গ্রামের মো: বুদো সরকারের ছেলে মো: পুকরু মিয়া(৩০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং আরেকটি অভিযানে পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের মোঃ মোস্তাক আহমেদের ছেলে মোঃ লিয়াকত হোসেন লিয়ন কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কারাদন্ড প্রাপ্তকে গতকাল রবিবার সন্ধ্যায় বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন, 'অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ জনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে । আরেক অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment