সুমন কুমার সাহাঃ বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প অফিসার তারিফুল , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম রব্বানী, মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ তৌহিদুর রহমান সারিয়াকান্দি সংবাদকে বলেন, চলতি মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে অভ্যন্তরীণ এই উপজেলায় ৪৫ টাকা কেজি দরে ১'হাজার ৬'শ ১৪ মেট্রিক টন চাল, ৩২ টাকা কেজি দরে ৮' শ ৯৭ মেট্রিক টন বোরো ধান সরাসরি কৃষকের নিকট থেকে সংগ্রহ করা হবে।
No comments:
Post a Comment