সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ দৈনিক মানবজমিন পত্রিকায় ’’মোল্লা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ চরের মানুষ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সারিয়াকান্দিতে টেংরাকুড়া চরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। উল্লেখ, গত ০১-০২-২৪ ইং তারিখ বৃহস্পতিবার দৈনিক মানবজমিন পত্রিকায় মোল্লা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ চরের মানুষ শিরোনামে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার অত্যাচরে পুরো ইউনিয়নবাসী অতিষ্ঠ। একে তো পাওয়ার পার্টির নেতা অপর দিকে সারিয়াকান্দি থানার সদ্য সাবেক এক ওসির ঘনিষ্ঠজন হিসেবে সুপার পাওয়ারের অধিকারী হয়ে ওঠেন মোল্যা। একের পর এক সাধারণ মানুষের আবাদি জমি নিজের দখলে নিতে থাকে। বাধা দিতে গেলেই মোল্যা বাহিনীর লোকজন হামলা করে জমির মূল মালিকদের ওপর। জমি দখলের পাশাপাশি ডাকাতিও তাদের অন্যতম পেশা। বিক্রি করেন মাদকও। সবমিলে চরে মোলা বাহিনীর অলিখিত একটি রাজত্ব গড়ে উঠেছে। তার রাজত্বে তিনিই রাজা। এছাড়াও শাহজাহান মোল্যার লোকজনদের জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে ।
উক্ত সংবাদের প্রতিবাদে শুক্রবার সকালে টেংরাকুড়া চরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ওমর আলী মোল্লার সভাপতিত্বে এবং কাজলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু রায়হান বাদল, সহ সভাপতি তাহেরুল ইসলাম বিমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম, ইউপি সদস্য ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আনিছ , ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবেদ আলী প্রাং, আওয়ামীলীগ নেতা দুলু মিয়া, কাজী আইয়ুব হোসেন মোল্লা, ছাত্তার আলী মোল্লা, কালাম মন্ডল, আব্বাস মন্ডল, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিরালা বেগম প্রমুখ। বক্তারা বলেন, কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মোল্যা গত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাহাদারা মান্নানের পক্ষে কাজ করেছেন । কাজলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম তারা নৌকার বিপক্ষে গিয়ে বিএনপি জামাতের লোকজনদের সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। শাহজাহান মোল্লা ও তার পরিবারের লোকজনদের সুনাম নষ্ট করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে । শাহজাহান মোল্লার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পত্রিকায় মোল্লা বাহিনীর নামে যে অপপ্রচার চালানো হয়েছে তা মূলত মোল্লা পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার প্রতিপক্ষ বা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীর প্ররোচনায় প্রকাশ করা হয়েছে। সমাবেশে বক্তারা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
No comments:
Post a Comment