ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Tuesday, 30 January 2024

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের কারাদণ্ড

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের কারাদণ্ড


 সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজনকে এক মাস ও আট জনকে পনের দিনের এবং দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার সন্ধায় থানা পুলিশ দণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করেছে। আগে মঙ্গল বার দুপুরে উপজেলার বোহাইল ইউনিয়নের কালিয়ান এলাকার যমুনা নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এক মাসের কারাদণ্ড প্রাপ্তরা হলেন— সিরাজগঞ্জ সদরের সরকার বাড়ী এলাকার মহসিন (৪৫), বরগুনা জেলার আমতলী থানার রকিরখালী এলাকার আব্দুল লতিফ মেধার ছেলে আল-আমিন (২৮)।

পনের দিনের দণ্ড প্রাপ্তরা হলেন- কাজিপুর উপজেলার মাইশড়ী এলাকার মৃত শাহজান আলীর ছেলে নায়েব আলী (৫০), ২। রাজশাহী উপজেলার চাঁদপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে মাজদার রহমান (৫৫), ৩। একই এলাকার কৃশমত আলীর ছেলে খোকা (৫০), ৪। ইয়াকুব আলীর ছেলে হেলাল (৪৭), ৫। শহিদুল ইসলামের ছেলে মিল্টন (২৫), লুৎফর রহমান (৩৮), ৬।বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮) ৭। ভুয়াপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮), ৮। তোফাজ্জল হোসেনের ছেলে সুজন (২৪) এবং সাত দিনের দণ্ড প্রাপ্তরা হলেন-মুন্সিগঞ্জের গজারিয়া থানার বড়রায় পাড়া এলাকার  ১। মৃত চানমিয়ার ছেলে আঃ হালিম (২৮) এবং ২। বড়িশাল জেলার বড়নদী উপজেলার নাচোই এলাকার শহীদ ব‍্যাপারির ছেলে জসিম (২২)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমানন বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন তারা। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages