৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,নিশিন্দারাঃ গত-১৩/০৯/২০২৩ খ্রি. রাত ২০.৩০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন রহবল দো সীমানা পুরাতন পুলিশ বক্সে এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়ক পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোছাঃ নাছিমা বেগম (৩৫), পিতা-মৃত রহিম উদ্দিন মন্ডল, স্বামী-মোঃ ফারুক, সাং-গড়ফতেহপুর, ইউনিয়ন-বালুপাড়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া এর হেফাজত হতে ৫০০ (পাঁচশত) পিস মাদকদ্রব্য এ্যাম্পল উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক=১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ রায়হান কবির, কং/মোঃ চমক মেহেদী, কং/মোঃ আব্দুল্লা শেখ, কং/এসএম মোস্তাক আহমেদ সৈকত, কং/মোঃ শফিকুল ইসলাম, কং/মোঃ ইবনে খালিদ, কং/মোঃ মাসুম মিয়া এবং নারী কং/সেবিকা রানী এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৮(গ) একটি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৫'শ পিস মাদকদ্রব্য এ্যাম্পলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
No comments:
Post a Comment