সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রার্থী- মতিউর রহমান মতি বিজয়ী
সুমন কুমার সাহাঃ বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মতিউর রহমান মতি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৬,৫৭৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২,৭৯৬ ভোট। প্রতিদ্বন্দ্বীর অন্যান্য প্রার্থীদের মধ্যে (বিএনপি) ধানের শীষ প্রতীক সাবিনা ইয়াসমিন বেবী ৪৯৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আলী আজগর জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৭ ভোট। এ ছাড়াও সাধারণ কাউন্সিলর ১ নং ওয়ার্ড মিলন প্রাং উটপাখি মার্কা, ২ নং ওয়ার্ড খন্দকার মোঃ খোরশেদ আলম পানি বোতল মার্কা , ৩ নং ওয়ার্ড বজলুর রহমান উটপাখি মার্কা, ৪ নং ওয়ার্ড আপেল মিয়া রনি উটপাখি মার্কা, ৫ নং ওয়ার্ড মামুনুর রশিদ মামুন উটপাখি মার্কা, ৬ নং ওয়ার্ড সাংবাদিক মুনজু মিয়া উটপাখি মার্কা, ৭ নং ওয়ার্ড শিতাবুল ইসলাম পাঞ্জাবি মার্কা, ৮ নং মেহেদী হাসান ডালিম মার্কা, ৯ নং ওয়ার্ড ফজলুল করিম পাঞ্জাবি মার্কা । সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ১ নং ওয়ার্ড রিনা বেগম চশমা মার্কা, ২ নং ওয়ার্ড শেফালী বেগম চশমা মার্কা, ৩ নং ওয়ার্ড আলেফা বেগম চশমা মার্কা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করে অনলাইন গণমাধ্যম কে জানান, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। তুচ্ছ দু'একটি ঘটনা ছাড়া আনন্দমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। কোন ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি ।
No comments:
Post a Comment