বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন ( ইভিএম) এর মাধ্যমে ভোট দেবেন ভোটাররা। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪,১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬,৯৬০ জন এবং নারী ভোটার সংখ্যা ৭,১৯৮ জন । এবারের নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন, কাউন্সিলর প্রার্থী ৩১ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১১ জন। মোট ৯টি কেন্দ্রে ৫০টি কক্ষে ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করবেন । এই প্রথমবারের মতো সারিয়াকান্দিতে ইভিএম পদ্ধতিতে পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন অনলাইন গণমাধ্যম কে জানান, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও র্যাব সহ ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার ব্যাটালিয়ান সহ সাদা পোশাকে ৩টি টিম সহযোগিতা করবে। আগামী কাল (১৬/০১/২০২১ খ্রিঃ) সকাল ৮ টা থেকে বৈকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।
No comments:
Post a Comment