ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Friday, 15 January 2021

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন

 


বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন


বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন ( ইভিএম) এর মাধ্যমে ভোট দেবেন ভোটাররা। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪,১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬,৯৬০ জন এবং নারী ভোটার সংখ্যা ৭,১৯৮ জন‌ । এবারের নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন, কাউন্সিলর প্রার্থী ৩১ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ১১ জন। মোট ৯টি কেন্দ্রে ৫০টি কক্ষে ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করবেন । এই প্রথমবারের মতো সারিয়াকান্দিতে  ইভিএম পদ্ধতিতে পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন অনলাইন গণমাধ্যম কে জানান, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সহ ২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার ব্যাটালিয়ান সহ সাদা পোশাকে ৩টি টিম সহযোগিতা করবে। আগামী কাল (১৬/০১/২০২১ খ্রিঃ) সকাল ৮ টা থেকে বৈকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages