বিচ্ছিন্ন বৃষ্টি প্রবাহ ১০ টু ১৫ ই আগস্ট ২০২০
আগামি ১০ ই আগস্ট হতে ১৫ ই আগস্ট পর্যন্ত দেশে একটা বিচ্ছিন্ন বৃষ্টি প্রবাহ দ্বারা আক্রান্ত হতেযাচ্ছে।
এই বিচ্ছিন্ন বৃষ্টি প্রবাহে বেশি প্রভাব থাকতেপারে রংপুর বিভাগ ও দেশের উত্তর দিকের অংশে ও দেশের উপকূলীয় এলাকায় ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়,
সেইসঙ্গে দেশের অভ্যন্তরে অনেক এলাকায় কিছুটা প্রভাব থাকতেপারে।
এটি পশ্চিম বঙ্গের দক্ষিন ও উত্তর অংশে বেশি সক্রিয় থাকতেপারে।
যেহেতু এটি বিচ্ছিন্ন বৃষ্টি প্রবাহ সুতরাং এই বৃষ্টি প্রবাহে জেলাভিত্তিক পুর্বাভাস করতে কষ্ট হয়।
এই রোদ হটাৎ বৃষ্টি আবার রোদ এটা হলো এই বৃষ্টি প্রবাহের প্রধান বৈশিষ্ট।
মানে রোদ বৃষ্টি ও ভ্যাপসা গরম সবগুলো পাবেন একসাথে।
আসুন একনজরে দেখে নেই এই বিচ্ছিন্ন বৃষ্টি প্রভাবে দেশের ৮ টি বিভাগের স্থানভেধে কেমন গড় বৃষ্টি হতেপারে।
ঢাকা বিভাগ : ৫০ থেকে ৯০ মি.মি.
চট্টগ্রাম বিভাগ : ৯০ থেকে ২০০ মি.মি.
রাজশাহী বিভাগ : ৫৫ থেকে ১০০ মি.মি.
খুলনা বিভাগ : ৪০ থেকে ১৩০ মি.মি.
বরিশাল বিভাগ : ৪০ থেকে ১৪০ মি.মি.
সিলেট বিভাগ : ৪৫ থেকে ১১০ মি.মি.
রংপুর বিভাগ : ৭০ থেকে ২০০ মি.মি.ও
ময়মনসিংহ বিভাগ : গড়ে ৪৫ থেকে ১০৯ মি.মি. পর্যন্ত বৃষ্টি হতেপারে স্থানভেধে।
কলকাতা : ১০০ থেকে ১২০ মি.মি.
অপরদিকে একটি শক্তিশালি বৃষ্টি বলয় আঁখি আসতেপারে ১৬ ই আগস্ট থেকে ২৫ শে আগস্টের ভেতরে, যেটায় দেশের উজানে ভারিবর্ষণ ঘটিয়ে পুনরায় তৃতীয় বারের মতো বন্যা পরিস্থিতির অবনতি হতেপারে, সুতরাং জমুনা নদী ব্রম্মপুত্র নদী অববাহীকায় নিচু এলাকায় অবস্থান করা সবাই বিশয় টি মাথায় রাখবেন।
যাহোক ১০ থেকে ১৫ ই আগস্টের বৃষ্টি প্রবাহ টি তেমন শক্তিশালি না হবার দরুন আমরা এই বৃষ্টি প্রবাহের কোন নামকরন করিনি।
নোট : ১০ হতে ১২ ই আগস্ট পর্যন্ত গভীর বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতেপারে, সুতরাং গভীর সাগরে মাছ ধরা জেলেরা সতর্ক থাকুন।

No comments:
Post a Comment