ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 10 August 2020

আজ ১১ই আগস্ট প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিনের ১ম মৃত্যুবার্ষিকী

 

আজ ১১ই আগস্ট প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিনের ১ম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করছি।

মরহুম মতিন মন্ডলের কর্মময় ও রাজনৈতিক জীবনের বিবরণঃ

বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিন ১৯৫৭ সালের ২০ আগস্ট বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতা মরহুম তসলিম উদ্দিন মন্ডল ও মাতা মরহুমা রাবেয়া বেওয়া। তিনি শেখাহাতি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং  বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের আওতায় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ১৯৭৫ সালে সারিয়াকান্দি থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারে দায়িত্বে থাকাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে সারিয়াকান্দি থানা বিএনপি'র সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির  সহ-সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেন।বিএনপি'র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহবানে ২০০০ সালে বগুড়া জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহিত জড়িত ছিলেন। তিনি তার কর্মময় জীবনে নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করেছেন। দল-মত নির্বিশেষে তার কর্মময় বর্ণাঢ্য জীবনের নীতি ও আদর্শ যুগে যুগে প্রেরণার উৎস হয়ে থাকবে।

তার রুহের মাগফিরাত কামনা করে কর্মময় জীবনের বিস্তারিত বিবরণ তুলে ধরছিঃ


**১৯৭৫ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সারিয়াকান্দি থানা মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডারের দায়িত্ব পালন করেন। 

**১৯৭৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সারিয়াকান্দি  থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

** ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত সারিয়াকান্দি উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেন। 

**২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

**১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

**১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সারিয়াকান্দি টিসিসিএ এর চেয়ারম্যান নির্বাচিত হন।

**১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন।

**২০০১ থেকে ২০০৫ পর্যন্ত সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages