ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Sunday, 12 October 2025

সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ কেজি ইলিশসহ জাল জব্দ

সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ কেজি ইলিশসহ জাল জব্দ 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।রবিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ মাছ, ৫০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫'শত মিটার ইলিশ জাল জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন, থানার উপ-পরিদর্শক সুমনসহ সঙ্গীয় ফোর্স ।
অভিযানের পরে জব্দকৃত ইলিশ মাছ হযরত মুয়ায বিন আফ্রা (রাঃ) ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় ১৫ কেজি এবং দারুল এহসান হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় ৫ কেজি ইলিশ মাছ বিতরণ করেন এবং জব্দকৃত নিষিদ্ধ জাল কালিতলা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় জানান, মা ইলিশ সংরক্ষণ আইন বাস্তবায় করতে চলমান ২২ দিনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages