ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 4 August 2025

সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ৪ জন আহত

সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ৪ জন আহত 

নিউজ ডেস্ক ঃ  ঃ সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশার  নিয়ন্ত্রন হারিয়ে ১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কৃষকসহ  আরও ৪ জন আহত হয়েছেন।
সােমবার সকালে সারিয়াকান্দি- বগুড়া সড়কে আমতলি ফায়ার স্টেশনের কাছে এদুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মােখলেছুর রহমান (৭০)। তিনি সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ি গ্রামের মৃত মােবারক আকন্দের ছেলে। জানা যায়, বগুড়া চেলােপাড়া ( সিএনজি স্ট্যান) থেকে একটি যাত্রীবাহী  সিএনজি চালিত অটো রিকশা  যাত্রী নিয়ে সারিয়াকান্দির উদ্দেশে রওনা দেয়। এসময় ওই সড়কে  ৪ জন কৃষক বসে ছিলেন।  এমতাবস্থায় বগুড়া থেকে আসা ওই সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপরে পড়ে যায়। এতে সিএনজির যাত্রীসহ ৫ জন গুরুতর  আহত হন।  
আহতরা হলেন, আন্দরবাড়ি গ্রামের মৃত মোবারক আলীর ছেলে  মোখলেছুর  রহমান (৭০), দেলুয়াবাড়ি গ্রামের মৃত কদু প্রামাণিকের ছেলে হেলাল প্রামানিক (৫৫), মৃত মোখলেছারের  ছেলে মতলব হােসেন (৬০) , মোখলেছারের ছেলে জালাল উদ্দিন (৫৫), কুতু প্রামাণিকের ছেলে ওফিছ প্রামানিক (৩৫)।দুর্ঘটনার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের  উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। 
এদের মধ্যে মোখলেছুর রহমানকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকাল ৪টায় তিনি মারা যান। এব্যাপারে সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সুজন জানান, আমরা সকাল ১১ টা ৫৫ মিনিটে খবর পাই । একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে যায়। পরে আমরা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেই।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages