জাসাস'র মানববন্ধন
তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতাঃ গাজীপুরের চন্দ্রায় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখা।
গতকাল সকাল ১১টায় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে সংগঠনের সভাপতি ও চ্যানেল এসের উপজেলা প্রতিনিধি জাফরুল সাদিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দৈনিক করতোয়া ও আরটিভির প্রতিনিধি সাহাদত জামান, দৈনিক বাংলার প্রতিনিধি তাজুল ইসলাম। সাধারণ সম্পাদক রাশেদ মন্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দৈনিক ঘোষণার প্রতিনিধি ফরহাদ হোসেন, ভোরের দর্পনের প্রতিনিধি মাহমুদুল হাসান মজনু, সকলের খবরের প্রতিনিধি জাহিদ হাসান, সাংবাদিক শাহিন আলম প্রমুখ।
এ সময় আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইমরান হোসেন রুবেল, রুপালী বাংলাদেশ প্রতিনিধি সুমন কুমার সাহা, মুক্ত সকালের প্রতিনিধি সামিউল ইসলাম সনিসহ স্থানীয় সুশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ,সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইতোমধ্যে এ হত্যা মিশনে জড়িতদের সনাক্ত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যা মামলার গ্রেফতারকৃত আসামিদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সমাবেশে সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মামলায় হয়রানি না করতে আহবান জানানো হয়।
No comments:
Post a Comment