ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 14 July 2025

দুই শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে সমিতি উধাও

দুই শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে  সমিতি উধাও

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দির দুই শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে আনিছ সমিতির আনিছ। এ বিষয়ে আজ রবিবার সকালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিটি উপজেলার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। আনিছকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এরপর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহকদের মধ্যে আব্দুল হামিদ, এনামুল ইসলাম, ফকির মিয়া, আপেল মিয়া, জনি বেগম, মোহাম্মদ মুসা, সেলিনা বেগম, জাহানারা বেগম প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের মৃত আহম্মদ আলী মন্ডলের ছেলে আনিছ মিয়ার কাছে মাসিক সমিতি করেন পারতিত পরল এবং হিন্দুকান্দি গ্রামের দুই শতাধিক গ্রাহক। গত ৭ বছর ধরে তারা সমিতিতে বিভিন্ন অঙ্কের টাকা মাসিক জমা দেন। এতে একেকজন ১ লাখ টাকা থেকে শুরু করে ১৭ লাখ টাকা পর্যন্ত সমিতিতে জমা করেন। গত কয়েকদিন আগে আনিছ গ্রাহকের জমা করা সমিতির ৭ থেকে ৮ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। অতি দ্রুত তারা প্রতারক আনিছের বিচার দাবি করেছেন। গরীব দুঃখী খেটে খাওয়া মানুষের টাকা ফেরৎ পেতে তারা সরকারের সহযোগিতা কামনা করেন।
গ্রাহক জনি বেগম বলেন, নিজে কষ্ট করে ভবিষ্যতের জন্য আনিছের সমিতিতে প্রতিমাসে টাকা সঞ্চয় করেছি। এখন সে টাকাগুলো নিয়ে লাপাত্তা হয়েছে। আমরা আনিছ প্রতারকের নিকট থেকে আমাদের কষ্টের টাকা ফেরৎ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, এ বিষয়ে গ্রাহকদের একটি অভিযোগ পত্র আমি হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages