ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 28 July 2025

সারিয়াকান্দিতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক  ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যাবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে পৌর বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়ক সংক্রান্ত বিধিনিষেধ না মানাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় একতা দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা ও বিএসটিআই অনুমোদন না থাকায় জনতা দই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এই অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং থানা পুলিশের একটি টিম অভিযানকে সহায়তা করে।

সেই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সারিয়াকান্দিতে হোটেল , মিষ্টি ও ফলের যে সকল দোকান গুলো আছে আমার মনিটরিং কার্যক্রম করেছি। আমরা আজ দেখতে পেয়েছি অধিকাংশ মিষ্টি , দইয়ের প্রায়ই ট্যাগ, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিচ্ছে না। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি নষ্ট মিষ্টি গুলো ভালো মিষ্টির সাথে রেখে বিক্রির একটা অপচেষ্টা হচ্ছে। তাই দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages